চাঁদে ‘বাড়ি’ বানানোর কাজ কতদূর?
মানুষের মুখে প্রায়ই শোনা যায়, চাঁদ নিয়ে নানা কথা। সত্যিই, ঢাকায় রাস্তায় বসে চাঁদের চিন্তা...
প্রকাশিত: ১:১৭ অপরাহ্ণ, ২৭ এপ্রিল, ২০২০
ছবি: আলোকিত সংবাদ
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: করোনা ভাইরাসের প্রাদূর্ভাবের কারণে মানুষজন ঘর থেকে বের হতে পারছেন না। ব্যহত হয়েছে বাজারে গিয়ে কেনা কাটা। আর একারণে মুন্সীগঞ্জের সিরাজদিখানে যুবকদের ব্যতিক্রমি উদ্যোগে “কল ফুড সার্ভিস” চালু করা হয়েছে। উপজেলার কোলা ইউনিয়নের রক্ষিতপাড়া গ্রামের যুবক মজ্জেম শেখ, আকরামুল এনাম ও মোঃ রাসেল খানের উদ্যোগে এ সার্ভিসটি কোলা ইউনিয়নের জণসাধারণের জন্য ২৬ এপ্রিল রবিবার সকাল ১০ টা থেকে চালু করা হয়। এ সার্ভিসটির মাধ্যমে ওই ইউনিয়নের জণসাধারণ মোবাইল ফোনের মাধ্যমে অর্ডার করে পবিত্র রমজান মাসে ফল, খেজুর ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ঘরে বসে ক্রয় করতে পারবেন। এরই মধ্যে সার্ভিসটি ব্যপক সাড়া ফেলেছে ওই ইউনিয়নের লোকজনদের মাঝে। কল ফুড সার্ভিসের উদ্যোক্তারা বলেন, করোনা ভাইরাসের লকডাউনের কারণে মানুষজন ঘর থেকে বের হতে পারছেন না। তাই আমরা স্বেচ্ছায় এ সার্ভিসটি জণসাধারণের সুবিধার্থে চালু করেছি। ইতোমধ্যে আমরা এ সার্ভিসটি চালু করার পর ব্যপক সাড়া পেয়েছি। অনেকেই আমাদের সার্ভিস নাম্বারে ফোন করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করেছেন। আমরা তাদের বাড়ীতে সে সব খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছি। বিশেষ করে পুরো রমজান মাস জুড়ে আমাদের এই সার্ভিসটি চালু থাকবে।
আলোকিত সংবাদ/এমআরকে
ফজর | ৪:২৬ |
জোহর | ১১:৫৬ |
আসর | ৪:৪১ |
মাগরিব | ৬:০৯ |
ইশা | ৭:২০ |
শিরোনাম