চাঁদে ‘বাড়ি’ বানানোর কাজ কতদূর?
মানুষের মুখে প্রায়ই শোনা যায়, চাঁদ নিয়ে নানা কথা। সত্যিই, ঢাকায় রাস্তায় বসে চাঁদের চিন্তা...
প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, ২৭ এপ্রিল, ২০২০
ছবি: আলোকিত সংবাদ
সিরাজদিখান(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ করোনাকে জয় করে নিজ বাড়িতে ফিরেছেন মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার আবিরপাড়া গ্রামের মা ও ছেলে। সোমবার বেলা ১১ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন সেন্টার থেকে আবিরপাড়া গ্রামের বাড়িতে ফিরেন তারা। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। করোনা মুক্ত হওয়ার পর এক অনুভুতিতে ৭০ বছর বয়সী মা ও ২৩ বছর বয়সী ছেলে বলেন, মনের সাহস ও চিকিৎসকের আন্তরিকতায় করোনায় জয় করতে পেরেছি। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: বদিউজ্জামান জানান, গেল ১০ এপ্রিল উপজেলার রশুনিয়া ইউনিয়নের আবিরপাড়া গ্রামের মায়ের করোনা শনাক্ত হয়। এর ৪ দিন পর তার ছেলে ও পুত্রবধুর করোনা শনাক্ত হয়। এ অবস্থায় মা, ছেলে ও পুত্রবধুকে উপজেলা স্বাস্থ্য আইসোলেশন সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছিল। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় দুই দফায় তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। সোমবার সকালে ঢাকার আইইডিসিআর থেকে মা ও ছেলের করোনা মুক্ত হওয়ার সত্যতা নিশ্চিত করা হয়। তবে পুত্রবধু এখনও আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন।
আলোকিত সংবাদ/এমআরকে
ফজর | ৪:২৬ |
জোহর | ১১:৫৬ |
আসর | ৪:৪১ |
মাগরিব | ৬:০৯ |
ইশা | ৭:২০ |
শিরোনাম