চাঁদে ‘বাড়ি’ বানানোর কাজ কতদূর?
মানুষের মুখে প্রায়ই শোনা যায়, চাঁদ নিয়ে নানা কথা। সত্যিই, ঢাকায় রাস্তায় বসে চাঁদের চিন্তা...
প্রকাশিত: ১০:৩৮ পূর্বাহ্ণ, ১১ মে, ২০২০
ছবি: আলোকিত সংবাদ
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ করোনা ভাইরাস সংক্রমন ঠেকাতে গতকাল ১০ মে থেকে স্বল্প পরিসরে দোকানপাঠ খোলা সরকারিভাবে এমন ঘোষনার পর থেকেই মুন্সীগঞ্জ হাটবাজারে জন সমাগম বৃদ্ধি পেয়েছে। মুন্সীগঞ্জ সদর উপজেলার মীরকাদিমের রিকাবী বাজারে বেশিরভাগ বস্ত্রালয় সহ অন্যান্য দোকান গুলোতেও ঈদের কেনাকাটায় সামাজিক দূরত্ব বলতে কিছু নেই। সোমবার (১১মে) সকাল ১০টায় মুন্সীগঞ্জ সদর উপজেলার রিকাবী বাজারে গিয়ে দেখা যায়, তিন কর্নার সুপার মার্কেট ও নুরপুর পঞ্চায়েত কমিটি মার্কেট সহ বিভিন্ন দোকান ও কাপড়ের বড় বড় দোকানে সামাজিক দূরত্ব বজায় না রেখে গাদাগাদি করে গায়ে গা ঘেঁষে কেনাকাটা করছে ক্রেতারা। বাজারের প্রায় সব দোকানেই ঠিক একই রকমের চিত্র দেখা গেছে। সরকারি নির্দেশনা মতে ১০ মে থেকে স্বল্প পরিসরে সকল দোকান খোলা যাবে।কিন্তু সরকারি নির্দেশনার তোয়াক্কা না করে নির্ধারিত সময়ের আগেই মুন্সীগঞ্জ সদর উপজেলার মীরকাদিমের রিকাবী বাজারে বিভিন্ন কাপড়ের দোকানপাট খুলতে দেখা গেছে। মানুষের ভিড় নিয়ন্ত্রণে প্রশাসনের তৎপরতা উপেক্ষা করে বাজারের অনেক দোকানগুলোতে সামাজিক দূরত্ব বজায় না রেখে অবাধে চলছে কেনাকাটা। পুলিশের গাড়ি বা নির্বাহী ম্যাজিস্ট্রেট আসছে শোনা মাত্র দোকানের গেট বন্ধ করা হয়। কিছু সময় পরে পুলিশের গাড়ি চলে যাওয়া বা মোবাইল কোর্ট স্থান ত্যাগ করা মাত্র আবার দোকান খোলা হয়। দোকানীরা কিছুতেই করোনা বিষয়ে সরকারের সতর্কতামূলক স্বাস্থ্যবিধিকে গুরুত্ব দিচ্ছে না। ফলে বাজারগুলো করোনা ভাইরাসের সংক্রমনের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।এদিকে প্রশাসনের নিয়ম না মেনে রিকাবী বাজারে দূরত্ব বজায় না রেখে গাদাগাদি করে গায়ে গা ঘেঁষে ঈদের কেনাকাটা করছে ক্রেতারা।
আলোকিত সংবাদ/এমআরকে
ফজর | ৪:২৬ |
জোহর | ১১:৫৬ |
আসর | ৪:৪১ |
মাগরিব | ৬:০৯ |
ইশা | ৭:২০ |
শিরোনাম