চাঁদে ‘বাড়ি’ বানানোর কাজ কতদূর?
মানুষের মুখে প্রায়ই শোনা যায়, চাঁদ নিয়ে নানা কথা। সত্যিই, ঢাকায় রাস্তায় বসে চাঁদের চিন্তা...
প্রকাশিত: ১:৪৮ অপরাহ্ণ, ১৬ মে, ২০২০
ছবি: আলোকিত সংবাদ
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে র্দীঘ দিন জাবৎ খাদ্য বান্ধব কর্মসূচিতে অনিয়মের অভিযোগ উঠছে বালুরচর ইউনিয়নের সাফায়েত এন্টারপ্রাইজ এর মালিক রিয়াজুলের বিরুদ্ধে।স্থানিয় ও সরজমিনে দেখা যায়, উপজেলার বালুরচর ইউনিয়নের ডিলার সাফায়েত এন্টারপ্রাইজ খাদ্য বান্ধব কর্মসূচির ১০ টাকা মূল্যের চাল বিক্রয় করছেন। সরজমিদনে গিয়ে দেখা জায় ৩০ কেজির প্রতি বস্তা চালের মুল্য সরকারী নির্ধারিত মূল্য ৩০০ টাকার পরিবর্তে প্রতি বস্তা চালের মূল্য ৩২০ টাকা করে নেওয়া হচ্ছে । এছাড়াও আরো লক্ষ করা জায় একজনের নামের কার্ডে দিয়ে অন্য জনে চাল নিচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধি ভুক্ত ভোগী যানান, আমরা যতবার চাল নিতে আশি তারা আমাদের কাছ থেকে ৩২০ টকা কারে নেয় দয় ৫টাকা কম দিলেও বস্তা দেয়না। আমরা বলি সরকার তো ৩০০টাকার কথা বইলা দিছে আপনারা বেশি নিবেন কেন তারা বলে বলে বস্থা খরচ দিতে হবে ।অনিয়ম দেখে সাংবাদিক জানতে চাইলে বালুচর ইউনিয়ন ৫নং ওয়াড মেম্বার মো. আবুল হোসেন ভুট্ট বলেন, আজ ডিলার আসেনি আমি তার দায়িত্ব পালন করছি। তবে ২০টাকা বেশি নেয়ার বেপারে যানতে চাইলে তিনি বলেন ডিলারে গোডাউন দুরে এখানে বস্তা খরচ লাগে তাই ২০টাকা করে বেশি নেওয়া হয়। তবে একজনের কার্ডেরে চাইল অন্যজনকে চাউল কেন দেওয়া হয় সে বিষয়ে যান্তে চাইলে তিনি বলেন যে ব্যাক্তি অসুস্থ তার ছেলে বা মেয়েকে দিয়েছি তা ছাড়া আর কেও নেয় নি। এবিষয়ে ডিলার রিয়াজুলকে একাধিক বার ফোন দিলেও তার মুঠফোনটি বন্ধ পাওয়া যায়।দায়ীত্ব প্রাপ্ত ট্যাগ অফিসার কৃষি উপ সহকারি সামসুল মুঠোফোনে জানান, আমি ঢাকা আছি, আজ চাল বিতরণের কথা আমাকে জানানো হয়নি। আর আমি এখানের দায়ীত্বে নাই। যদি আমাকে এখানের দায়িত্ব দিয়েও থাকে তা আমি জানি না ।
আলোকিত সংবাদ/এমআরকে
ফজর | ৪:২৬ |
জোহর | ১১:৫৬ |
আসর | ৪:৪১ |
মাগরিব | ৬:০৯ |
ইশা | ৭:২০ |
শিরোনাম