শনিবার ২৩শে নভেম্বর, ২০২৪ ইং , ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে জমাদিউল-আউয়াল, ১৪৪৬ হিজরী

সন্ত্রাসী চক্রের তৎপরতা বিপাকে সাবেক ব্যাংক কর্মকর্তা

 প্রকাশিত: ১২:৪৯ অপরাহ্ণ, ২৮ জুন, ২০২০

নিজস্ব প্রতিবেদকঃ কায়েক বছর ধরে নামজারি জমাভাগ এবং নিয়মিত খাজনা পরিশোধ করেও জমির দখল নিতে পারছেন না সাবেক ব্যাংক কর্মকর্তা আব্দুল কাইয়ুম সিদ্দিকী। নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ভূঁইখর মৌজায় ৫২ শতক জমি কেনেন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাবেক সহকারী উপমহাব্যবস্থাপক আব্দুল কাইয়ুম সিদ্দিকী ও তার ঘনিষ্ঠ আত্নীয়স্বজন। ১৯৮৭ সালে কয়েকবার নামজারি জমাভাগ এবং নিয়মিত খাজনা পরিশোধ করে আসছেন তিনি।কিন্তু স্থানীয় সন্ত্রাসীচক্রের কারণে তারা জমিতে কোনো স্থাপনা তৈরি করতে পারছেন না।আব্দুল কাইয়ুম সিদ্দিকী নজরুল ইসলাম ওরফে নজরুল মেম্বারের (ইউপি) নেতৃত্বে একটি সন্ত্রাসী চক্র তাদের নানাভাবে হয়রানি ও নাজেহাল করছে।তাঁরা তাদের একালায় যেতে দিচ্ছে না, কৌশলে চাঁদা দাবি করছে। নজরুল মেম্বার এলাকায় ভূমিদস্যু হিসেবে চিহ্নিত। এই ব্যাপারে স্থানীয় পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনো ফল হয়নি। সর্বশেষ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাগিদ দিয়ে ফল পাওয়া যায়নি।আব্দুল কাইয়ুম সিদ্দিকী বলেন – ১৫ বছর ধরে তারা শুধু প্রশাসনের কাছে অভিযোগ দিয়েই আসছেন। তিনি জানান, নারায়ণগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মিস কেস ৮৬/৬ ও ১৮৭/০৮ এ আব্দুল কাইয়ুম সিদ্দিকী গং এর দালিলিগ স্বত প্রমাণিত বলে রায়/ আদেশ দিয়েছেন।সন্ত্রাসী চক্র একবার তাকে হত্যার উদ্যেশ্যে হামলা চালিয়েছিল বলে জানান, সিদ্দিকী। এতে তিনি গুরুতর আহত হয়ে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ ব্যাপারে ফতুল্লা থানায় একটি মামলা করা হয়েছে ২৫(১)১১। সাবেক এই ব্যাংক কর্মকর্তা জানান – কার কাছে গেলে ন্যায় বিচার পাবেন জানেন না। এদিকে বারবার অভিযোগ দেওয়া স্বও্বেও কোনো ব্যবস্থা না নেওয়ায় সন্ত্রাসীচক্রও বেপরোয়া হয়ে উঠেছে।

 

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

শনিবার ২৩শে নভেম্বর, ২০২৪ ইং
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

November 2024
M T W T F S S
« Oct    
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে বালুচর থানা পুলিশ এর আয়োজনে মতবিনিময় সভা শিরোনাম মুন্সীগঞ্জের ইয়াবা গাঁজা ও ফেনসিডিল সহ ৩০৮ মামলার আলামত ধ্বংস শিরোনাম টঙ্গীবাড়ী আওয়ামীলীগের পাল্টা কমিটির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল।। দুই কমিটির সভাপতি বারেক মানেন না নতুন কমিটি শিরোনাম গজারিয়ায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে হুমকি,থানায় অভিযোগ শিরোনাম বালুচরের নৌকায় ভোট চাইলেন শ্রীনগরের ১৩ চেয়ারম্যান শিরোনাম মুন্সীগঞ্জ-১ আসনের দলীয় মনোনয়নপত্র জমা দিতে দুই উপজেলা নেতাকর্মী নিয়ে মহিউদ্দিন আহমেদের যাত্রা শিরোনাম মাহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল পীস অ্যাওয়ার্ড পেলেন সিরাজদিখানের কৃতিসন্তান (অবঃ) মেজর মোহাম্মাদ আখতার হোসেন শিরোনাম সিরাজদিখানে উঠান বৈঠক অনুষ্ঠিত  শিরোনাম বিসিএস (প্রশাসন) ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হলেন সিরাজদিখানের কৃতি সন্তান মোঃ সাইফুল ইসলাম। শিরোনাম ৪১ তম বি‌সিএস পরীক্ষায় সিরাজ‌দিখা‌নের দুই জন চুড়ান্তভা‌বে সুপা‌রিশপ্রাপ্ত
error: Content is protected !!