চাঁদে ‘বাড়ি’ বানানোর কাজ কতদূর?
মানুষের মুখে প্রায়ই শোনা যায়, চাঁদ নিয়ে নানা কথা। সত্যিই, ঢাকায় রাস্তায় বসে চাঁদের চিন্তা...
প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, ১৪ জুলাই, ২০২০
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানের জৈনসার ইউনিয়ন ভূমি অফিস এর নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। ১৪ জুলাই মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার ফিতা কেটে উদ্বোধন করেন। এরপর দোয়া ও মিষ্টি বিতরণ করা হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আহমেদ সাব্বির সাজ্জাদ। ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা উত্তম কুমার সাহার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী শোয়াইব বিন আজাদ, জৈনসার ইউপি চেয়ারম্যান, হাজী রফিকুল ইসলাম দুদু, মধ্যপাড়া ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল করিম প্রমুখ। সমগ্র দেশে শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বাস্তায়ন করেছে। ১০৩৫ বর্গফুটের এ ভবনটি নির্মাণে ব্যায় হয়েছে প্রায় ৫৪ লাখ টাকা। ২০১৮ সালের নভেম্বরে কাজ শুরু হয়ে ২০ সালের ফেব্রæয়ারীতে শেষ হয়েছে। এ সময় জেলা প্রশাসক বলেন, ইউনাইটেট নেশন পাবলিক সার্ভিস এ্যাওয়ার্ড ২০২০। এটা অত্রান্ত সম্মান জনক একটা পুরস্কার। বিশে^র অনেক দেশের চাইতে বাংলাদেশ ভালো করছে বলে এ পুরস্কার পেয়েছে। নামজারিতে এটা বড় ভুমিকা রেখেছে। মানুষের একটা বড় চাহিদা মিউটেশন করা। সেটা ঘরে বসে অনলাইনে দেশ ও বিদেশ থেকে সহজেই করতে পাবে। এ পর্যন্ত জেলায় ১২ টা ও সিরাজদিখানে ৩ টার কাজ সম্পন্ন করা হয়েছে। সিরাজদিখানে আরেকটার কাজ চলছে। পর্য়য়ক্রমে প্রতিটি ইউনিয়নে কাজ হবে।
ফজর | ৪:২৬ |
জোহর | ১১:৫৬ |
আসর | ৪:৪১ |
মাগরিব | ৬:০৯ |
ইশা | ৭:২০ |
শিরোনাম