মোঃ সুজন বেপারী,মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
র্যাবের প্রতিষ্ঠা লগ্ন থেকেই সমাজে বিশৃংখলা সৃষ্টিকারী, মাদক ব্যবসায়ী, জঙ্গী সন্ত্রাসী, অস্ত্র ব্যবসায়ী, ডাকাত, জলদস্যু, কালোবাজারী ও মানব পাচারকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় অদ্য ১৩/০৮/২০২০ ইং তারিখ আনুমানিক ২১.৫৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে মুন্সীগঞ্জ সদর উপজেলার মীরকাদিম পৌরসভার উত্তর কালিন্দী পাড়া জামে মসজিদের পাকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) ক্রয়- বিক্রয় করিতেছে। এরুপ তথ্যের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-১,মুন্সীগঞ্জ এর কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার প্রণব কুমার এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল উল্লেখিত ঘটনা স্থলে উপস্থিত হয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে একই তারিখ দুপুর আনুমানিক ২২.২৫ ঘটিকার সময় নিম্মলিখিত মাদক ব্যবসায়ীকে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ০১ জন- ১। মোহাম্মদ আলী (৩৫), পিতা- মোঃ হাকিম, মাতা- শরিফা বেগম, সাং- সরকার পাড়া (৪ নং ওয়ার্ড),থানা- মুন্সীগঞ্জ সদর, জেলা- মুন্সিগঞ্জ । বর্ণিত মাদক ব্যবসায়ীর নিকট হতে উদ্ধারকৃত মালামাল-ক) ইয়াবা ট্যাবলেট ৩০০ পিছ।
বর্ণিত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মুন্সীগঞ্জের বিভিন্ন স্থানে অভিনব কৌশলে মাদক ব্যবসা চালিয়ে আসছে। সে এলাকায় মাদক ব্যবসার সক্রিয় সদস্য বলে স্থানীয়দের নিকট হতে জানা যায়।উক্ত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মুন্সীগঞ্জ জেলার সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
Post Views:
৪৪৮