চাঁদে ‘বাড়ি’ বানানোর কাজ কতদূর?
মানুষের মুখে প্রায়ই শোনা যায়, চাঁদ নিয়ে নানা কথা। সত্যিই, ঢাকায় রাস্তায় বসে চাঁদের চিন্তা...
প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, ১৯ আগস্ট, ২০২০
সিরাজদিখান(মুন্সীগঞ্জ)প্রতিনিধি :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে নভেল করোনাভাইরাসের সংক্রমণ রোধ ও দালালদের দৌরাত্ম্য কমাতে সিরাজদীখানে সরকারি প্রকল্পের জন্য অধিগ্রহণ করা জমির মালিকদের বাড়ি গিয়ে ক্ষতিপূরণের চেক হস্তান্তর উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এরই অংশ হিসেবে গতকাল বুধবার বিকাল ৩টায় উপজেলার চিত্রকোট ইউনিয়নের গোয়ালখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গিয়ে ক্যামিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক জন্য অধিগ্রহণ করা ৪৫ জন ভূমির মালিকের কাছে ক্ষতিপূরণের চেক হস্তান্তর করা হয়। জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার নিজে এ চেক হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: সাইফুল ইসলাম, প্রকল্প পরিচালক মো: সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার, সহকারী কমিশনার (ভূমি) আহমেদ সাব্বির সাজ্জাদ, অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো: ফজলুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ ও চিত্রকোট ইউপি চেয়ারম্যানসহ ক্ষতিগ্রস্থ ভূমি মালিকগণ।বাড়িতে বসে ভূমি অধিগ্রহণের চেক পেয়ে খুশি ক্ষতিগ্রস্ত ভূমি মালিকগণ। অধিগ্রহনের চেক প্রাপ্ত মোহাম্মদ মোক্তার হোসেন বলেন, জমির টাকা পেতে আমাদের অনেক ঘুরতে হতো। ডিসি অফিসে গনশুনানিতে অংশ নিতে হতো। অনেক কাজ নিজেরা বুঝতে পারতাম না। বাধ্য হয়ে দালালদের শরণাপন্ন হতে হতো। জমি অধিগগ্রণের ফলে পাওয়া টাকার একটি বড় অংশ ঘুষ দিতে চলে যেত। এদিকে করোনার কারণে কর্মহীন হয়ে নগদ অর্থের সংকটে ছিলাম। জেলা প্রশাসনের কর্মকর্তারা বাড়িতে এসে অধিগ্রহণের চেক দিলেন। এ সময়ে এই চেক পেয়ে আমরা খুবই আনন্দিত। এ ধরনের উদ্যোগ নেয়া হলে ক্ষতিগ্রস্থ ভূমি মালিকরা হয়রানি থেকে বাঁচবেন।এ সম্পর্কে জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার বলেন, করোনা পরিস্থিতির কারণে আমরা জেলার বিভিন্ন এলাকায় যাচ্ছি। ক্ষতিগ্রস্ত জমির মালিকদের সময় ও অর্থ বাঁচাতে তাদের বাড়ি বাড়ি গিয়ে ক্ষতিপূরণের চেক দিচ্ছি। উল্লেখ্য, ক্যামিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক এর জন্য সরকার ৩০৮.৩৩ একর ভূমি অধিগ্রহণ করেন ।
ফজর | ৪:২৬ |
জোহর | ১১:৫৬ |
আসর | ৪:৪১ |
মাগরিব | ৬:০৯ |
ইশা | ৭:২০ |
শিরোনাম