চাঁদে ‘বাড়ি’ বানানোর কাজ কতদূর?
মানুষের মুখে প্রায়ই শোনা যায়, চাঁদ নিয়ে নানা কথা। সত্যিই, ঢাকায় রাস্তায় বসে চাঁদের চিন্তা...
প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, ২৯ আগস্ট, ২০২০
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
সিরাজদিখানে দরবারে শাহে কদমী পাউসার শরীফে যথাযথ মর্যাদায় আশুরার শিরনী মোবারক উদযাপন করা হয়েছে। গতকাল শনিবার উপজেলার শেখরনগর ইউনিয়নের উত্তর পাউসার গ্রামে আওলাদে রাসূল মুহিউল কুলুব মাহবুবে রহমানী ইমামত তরিক হযরত শাহসূফী সৈয়দ মাওলানা আমজাদ আলী আল্ হাসানী আল্ কদমী (রাঃ) এর রওজায় দরবারে শাহে কদমীতে সোহাদায়ে কারবালার স্মরণে দিনব্যাপী (আশুরা) মহরমের শিরনী যথাযথ মর্যাদার সহিত আদায় করা হয়। শনিবার ফযরের নামাজের পর থেকে দরবার শরীফের প্রধান গদীনশীন সাজ্জাদানশীন আওলাদে রাসূল শাহ সূফী সৈয়দ মাওলানা আ.হ.ম মাহবুব উল্লাহ আল হাসানী আল কদমীর নেতৃত্বে দেশ বিদেশের শত শত ভক্ত আশেকান মুরিদানদের নিয়ে দরবার শরীফে জিকির আজকার ও মিলাদ মাহফিলের মধ্যে দিয়ে দিনটি পালিত হয়। আজ রবিবার বাদ ফজর বিশ্ব মুসলিমদের জন্য শান্তি কামনা করে বিশেষ দোয়ার মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি হয়। গদীনশীন হুজুর কেবলা সৈয়দ আ.হ.ম মাহবুব উল্লাহ আল হাসানী আল কদমী মাহফিলে ইসলামের মর্মান্তিক ঐতিহাসিক কারবালার ঘটনা তুলে ধরে তিনি বলেন, রাসূল (সাঃ) আহলে বাইতের অন্যতম সদস্য জান্নাতের যুবকদের সরদার ইমাম হোসাইন (রাঃ) এর শান মান তিরমিজি শরিফের হাদীসের বর্ণনার মাধ্যমে আশেকানদের কাছে তুলে ধরেন হযরত আনাস (রাঃ) থেকে বর্ণীত আছে রাসুল (সাঃ) ইরশাদ করেছেন আহেব্বুনী লে হুব্বিল্লা ওয়া আহেব্বু আহলে বায়াতী লেহুব্বী অর্থাৎ রাসুল (সাঃ) বলেন আমাকে ভালোবাসিতে হইবে আল্লাহর ভালোবাসা পাইবার জন্য এবং আহলে বাইতকে আমার পরিবারকে ভালোবাসতে হবে আমার ভালোবাসা পাবার জন্য মূলত কারবালার ঘটনার ইসলামের মাঝে সবচেয়ে মর্মান্তিক ঘটনা কেননা ঐ দিন কারবালার ময়দানে ইমাম হোসাইন (রাঃ) কে সেদিন কোন কাফের ইহুদিরা কতল করে নাই ঘাতকেরা সকলেই ইয়াজিদ এর চেলা নামধারী মুসলমান ছিলো। ইমামে হুসাইন (রাঃ) চাইলে ইয়াজিদকে মেনে নিয়ে বাদশায়ি জীবন জাপন করতে পারতেন কিন্তু ইমামে হুসাইন নানাজানের ইসলামের জন্য নানার উম্মতগণকে ঈমানদার হয়ে সত্য ইসলাম থাকার জন্য ছোট ছোট শিশু বাচ্চা নিয়ে কারবালায় শহিদ হয়ে যান কারবালার ঘটনা থেকে আমাদের ইমামে হোসাইন (রাঃ) শিক্ষা দিয়ে গেলেন মুসলমান আর ঈমানদার এক জিনিস নয়। উম্মতে মুহাম্মদিকে অবশ্যই রাসূল (সাঃ) হাদীস অনুসারী আহলে বাইয়াতকে মুহাব্বত করে ঈমানদার মুসলমান হতে হবে।
ফজর | ৪:২৬ |
জোহর | ১১:৫৬ |
আসর | ৪:৪১ |
মাগরিব | ৬:০৯ |
ইশা | ৭:২০ |
শিরোনাম