সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভরনপোষণ চাওয়ায় উম্মে হানি (২৫) নামে এক গৃহবধূকে মারধরের অভিযোগ পাওয়া গেছে স্বামী রিয়াজুল ইসলাম (৪৫) বিরুদ্ধে৷ গতকাল গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে খাসনগর গ্রামে ওই গৃহবধূর পিতা মৃত ইসমাইল মাস্টারের বসত বাড়ীতে এ ঘটনা ঘটে। পরে পাষন্ড স্বামীর হাত থেকে ওই গৃহবধূকে রক্ষা করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পাষণ্ড স্বামী উপজেলার আকবরনগর গ্রামের নূর মোহাম্মদের ছেলে। এ বিষয়ে ওই গৃহবধূ তার স্বামীকে বিবাদী করে গতকাল বুধবার রাতে সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা যায, বেশ কয়েক বছর পূর্বে ইসলামি সরিয়ত মোতাবেক উম্মে হানি ও রিয়াজুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী রিয়াজুল ইসলাম তার স্ত্রীকে যৌতুকের জন্য চাপ প্রয়োগ করতে থাকে। পরে এক পর্যায়ে উম্মে হানি তার পিতার বাড়ী থেকে যৌতুক এনে দিতে অস্বীকৃতি জানায়। যৌতুকে না পেয়ে উম্মে হানিকে বাড়ী থেকে বের করে দেয়। এর পর থেকে ওই গৃহবধূর তার পিতার বাড়ীতে বসবাস করে আসছিল। উম্মে হানির তার স্বামীর কাছে ভরনপোষণ দেওয়ার কথা বললে বুধবার মন্ধ্যায় বসত বাড়ীতে ঢুকে মারধর করে চলে যায় পাষন্ড স্বামী। এর আগে একাধিকবার গৃহবধূ উম্মে হানির উপর শারিরীক ও মানসিক নির্যাতন চালায় পাষন্ড স্বামী রিয়াজুল ইসলাম। ভুক্তভোগী গৃহবধূ উম্মে হানি বলেন, ৬ বছর ধরে আমাকে আমার স্বামী ভরন পোষন না দিয়ে যৌতুকের দাবী করে আমাকে মারধর চালিয়ে আসতেছে। আমি এ বিষয়ে থানায় অভিযোগ করেছি। আমি ওর উপযুক্ত বিচার চাই। সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Post Views:
৪১৭