চাঁদে ‘বাড়ি’ বানানোর কাজ কতদূর?
মানুষের মুখে প্রায়ই শোনা যায়, চাঁদ নিয়ে নানা কথা। সত্যিই, ঢাকায় রাস্তায় বসে চাঁদের চিন্তা...
প্রকাশিত: ২:৩৯ পূর্বাহ্ণ, ২ নভেম্বর, ২০২০
সিরাজদিখান(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী (সাঃ) এর অবমাননার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার বালুরচর ইউনিয়নের বালুচর চৌরাস্তায় আল ইহসান নাগরিক সেবা ফাউন্ডেশনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের সভাপতি হযরত মাওলানা জয়নাল আবেদীনের সভাপতিত্বে উপস্থিতি ছিলেন সহ-সভাপতি মাওলানা মাতলুবুর রহমান, সাধারণ সম্পাদক মুফতী শাহ জালাল। আরো উপস্থিত ছিলেন মাওলানা বজলুর রহমান, মাওলানা ইহসান, মুফতী মাহমুদ জহির কাসেমী, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা শওকত সুমন, মাওলানা সারওয়ার হোসেন, মাওলানা নুর হোসেন, মাওলানা মাসুম বিল্লাহ, মাওলানা রবিউল ইসলাম, মওলানা নূরে আলম সিদ্দিকী, মক্কা-মদিনা বিক্স সামছুল হক প্রমুখ। এসময় বিক্ষোভ মিছিলে উপজেলার লতব্দী ও বালুরচর ইউনিয়নের হাজার হাজার ইসলামী তৌহিদী জনতা অংশগ্রহণ করে। বিক্ষোভ মিছিলে বক্তারা ফ্রান্স সরকারকে মুসলিম উম্মাহর নিকট নিঃস্বার্থ ভাবে ক্ষমা চাইতে হবে। বাংলাদেশ থেকে ফ্রান্সের দূতাবাস সরিয়ে নিতে হবে। ফ্রান্স সরকারকে অবিলম্বে ব্যঙ্গচিত্র ও কার্টুন প্রদর্শন বন্ধ করতে হবে। বাংলাদেশের পার্লামেন্টে নিন্দা প্রস্তর পাস করতে হবে।
ফজর | ৪:২৬ |
জোহর | ১১:৫৬ |
আসর | ৪:৪১ |
মাগরিব | ৬:০৯ |
ইশা | ৭:২০ |
শিরোনাম