চাঁদে ‘বাড়ি’ বানানোর কাজ কতদূর?
মানুষের মুখে প্রায়ই শোনা যায়, চাঁদ নিয়ে নানা কথা। সত্যিই, ঢাকায় রাস্তায় বসে চাঁদের চিন্তা...
প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, ১ জানুয়ারি, ২০২১
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
সিরাজদিখানে বিনামূল্যে চিকিৎসা সেবা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দিনব্যাপী উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বালুর মাঠে এ চিকিৎসা সেবা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাঁচ শতাধিক মানুষের মাঝে রক্তের গ্রুপ নির্ণয়, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়।
স্বেচ্ছায় রক্তদান সামাজিক সচেতনা সৃষ্টিতে নতুন বর্ষে এ কর্মসূচির আয়োজন করে ঐকতান যুব ফাউন্ডেশন। বিক্রমপুর রক্তদান সংস্থার সহযোগিতায় বিনামূল্যে কর্মসূচীতে দু’জন চিকিৎসকসহ একঝাক তরুন স্বেচ্ছাসেব দিনব্যাপী সহযোগিতা করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ। এ সময় অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও বালুরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবু বকর সিদ্দিক।
ঐকতান যুব ফাউন্ডেশন সভাপতি মো. রাজিব মোল্লার সভাপতিত্বে ও সহ-সভাপতি মো. নাছির উদ্দিনের সঞ্চালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নাজমুল মোল্লা। এ সময় অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন থানা সকেন্ড অফিসার মো. সেকান্দর আলী, বালুচর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আলেক চান মুন্সী, সহ-সভাপতি নাছির মেম্বার, সাধারণ সম্পাদক আফজাল হোসেন মেম্বার, আওয়ামীলীগ নেতা আমজাদ সরকার, জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পিন্টু, থানা যুবলীগ নেতা আরিফ রশীদ, বালুচর ইুউপি মহিলা সদস্য ফরিদা বেগম, ইউপি সদস্য কামাল হোসেন মোল্লা, ইসলামী ব্যাংক বালুচর বাজার এজেন্ট ব্যাংক শাখার ব্যবস্থাপক সাজ্জাদ নুর, বিভন্ন সামাজিক সংগঠনের লোক জন প্রমুখ।
ফজর | ৪:২৬ |
জোহর | ১১:৫৬ |
আসর | ৪:৪১ |
মাগরিব | ৬:০৯ |
ইশা | ৭:২০ |
শিরোনাম