সিরাজদিখানে কঠোর লকডাউন, বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে চলছে নজরদারি
প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, ৩০ জুলাই, ২০২১
সিরাজদিখানে কঠোর লকডাউন, বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে চলছে নজরদারি
নাজমুল মোল্লা, সিরাজদিখান(মুন্সীগঞ্জ)প্রতিনিধি :করোনাভাইরাস মোকাবেলায় সিরাজদিখানে চলছে কঠোর লকডাউন। উপজেলা প্রশাসন সরকার নির্দেশিত এ কঠোর লকডাউন বাস্তবায়ন করার জন্য মাঠ পর্যায়ে কাজ করছেন একাধিক ভ্রাম্যমান আদালত । এদিকে, মাস্ক পরিধান না করা, স্বাস্থ্যবিধি মেনে না চলা ,অপ্রয়োজনে ঘর থেকে বের হলে করা হচ্ছে আটক, দেওয়া হচ্ছে জরিমানা।
আজ শুক্রবার উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সেনাবাহিনী,পুলিশ,বিজিপি টহল অব্যাহত রয়েছে। বিশেষ করে ঢাকা-মাওয়া মহাসড়ক ও জনসমাগম হওয়ার স্থানগুলোতে পুলিশ টহল দিচ্ছে। একইসঙ্গে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সিরাজদিখান থানার পক্ষ থেকে জনসচেতনতামূলক সতর্কবার্তা ও সচেতনতা বার্তা দিয়ে মাইকিং করা হচ্ছে। আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্যবিধি মেনে না চলায় উপজেলা সহকারী-কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবীর কমার দাস ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই ব্যক্তিকে ৫ হাজার ২শ টাকা জরিমানা করা হয়েছে ।
সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাস বলেন, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী কাজ করা হচ্ছে।উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে । জরুরী প্রয়োজন ছাড়া কাউকে চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না।