নাজমুল মোল্লা,সিরাজদিখান(মুন্সীগঞ্জ)প্রতিনিধি: সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড ও বালুচর বাজার ধলেশ্বরী নদী বিধৌত ব্রিজ সংলগ্ন শতাধিক পরিবার বৃষ্টি এলেই পানি বন্দী হয়ে থাকে দীর্ঘদিন।পানি নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলেই ঘর থেকে বের হতে পারছেনা শতাধিক পরিবারের প্রায় কয়েক হাজার মানুষ। স্থানীয় মোঃ মজিবুর রহমান জানান একটু বৃষ্টি হলেই ধলেশ্বরী ব্রিজে উঠার রাস্তা মুখে হাঁটুঅব্দি পানি জমে থাকার কারনে যানবাহন চলাচলেও দুর্ঘটনার শিকার হতে হয়েছে একাধিকবার।এছাড়া উপজেলার ব্যস্ততম বালুচর বাজারে ক্রেতাবিক্রেতা প্রবেশেও দুর্ভোগ পোহাতে হয় অহরহ।
পানি বন্দী রাস্তার পাশে থাকা তালিমুল কোরআন সফর একাডেমী মাদরাসা ও খাসমহল বালুচর বাইতুল আমান জামে মসজিদের কয়েক শতাধিক মুসুল্লিরা নামাজ আদায় করতে মসজিদে যেতে পারেনা পানির কারনে এছাড়া মাদরাসার ছাত্রদের দুর্ভোগ চরমে বলে জানান মাদ্রাসার ছাত্র মোঃ একরামুল হক। দেশে ডেঙ্গুর প্রকোপ চরমে থাকায় পানিবন্দী বাড়িঘরে বসবাসরতরা জানান,দীর্ঘদিন পানি বন্দী থাকায় ঘরবাড়ির উঠোনকে মনে হয় কোন এক বদ্ধজলাশয়।শুধু পানি নয় এই পানির কারনে সাপ সহ মশার উপদ্রোপ বেড়েছে আমরা এখন ভয়ে আছি ডেঙ্গুর যে প্রভাব সে ক্ষেত্রে এই পানি বন্দী আমাদের পরিবারেও মশার কামড়ে ডেঙ্গুতে না আক্রান্ত হই।
বালুচর ইউনিয়ন পরিষদের ৫ নং ইউপি সদস্য মো: আবুল হোসেন বলেন,দীর্ঘদিন যাবত এই সমস্যায় ভুগছেন স্থানীয় এলাকাবাসী একটু বৃষ্টি হলেই পানি বন্দী হয়ে থাকি।এই পর্যন্ত স্থানীয় কেউই সহযোগিতা করেননি বালুচর ইউপি চেয়ারম্যানকে অবগত করানো হয়েছে তিনি আশ্বাস দিয়েছেন শীঘ্রই ব্যবস্থা নেবে।সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন,বিষয়টা আগে জানতাম না এখন অবগত হলাম।শীঘ্রই সরজমিনে পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে।