সিরাজদিখানে স্বাস্থ্য বিধি উপেক্ষা করে ইউপি চেয়ারম্যানের ছেলের বিয়ের আয়োজন
প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, ২ আগস্ট, ২০২১
সিরাজদিখানে স্বাস্থ্য বিধি উপেক্ষা করে ইউপি চেয়ারম্যানের ছেলের বিয়ের আয়োজন
সিরাজদিখান(মুন্সীগঞ্জ) প্রতিনিধি :
মুন্সিগঞ্জের সিরাজদিখানে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত কঠোর লকডাউ ও স্বাস্থ্য বিধি উপেক্ষা করে জৈনসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম দুদুর একমাত্র ছেলে শফিকুল ইসলাম চানুর বিয়ের আয়োজন করা হয়েছে। জানা যায়, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম দুদুর ছেলে শফিকুল ইসলাম চানুর সাথে একই ইউনিয়নের ভবানী পুর গ্রামের দেলোয়ার গোড়াপীর মেয়ে সিনথিয়া আক্তার মিমের সাথে সোমবার ২ আগষ্ট বিকালে স্থানীয় একটি মসজিদে খেজুর বিলির মধ্য দিয়ে বিবাহ সম্পন্ন করা হবে। এর আগে গত রবিবার ১ আগষ্ট সন্ধ্যা রাতে চেয়ারম্যান রফিকুল ইসলাম দুদুর নিজ বাড়ী ও কনের পিতা ভবানিপুর গ্রামের দেলোয়ার গোড়াপীর বাড়ীতেও গান বাজনা বাজিয়ে জণসমাগম ঘটিয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে হলুদ সন্ধ্যার আয়োজন করা হয়। এতে করে ওই এলাকার লোকজনের মধ্য করোনা সংক্রমণের আতঙ্ক ছড়িয়ে পরেছে। এদিকে স্থানীয় আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা শোকের মাসে ইউপি চেয়ারম্যানের ছেলের বিয়েকে অন্য চোখে দেখছেন। তারা বলছেন, শোকের মাসে শোক পালন না করে গান বাজনা বাজিয়ে আওয়ামী লীগের চেয়ারম্যানের ছেলের বিয়ে দেওয়া শোকের মাসকে অবমাননা করা হচ্ছে।
এবিষয়ে সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম জানান,আমি খবর পেয়ে সাথে সাথেই ব্যবস্থা নিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা কমিশনার (ভূমি) সুবীদ কুমার দাসকে পাঠিয়ে বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছি।