দুই কিডনি নষ্ট সিরাজদিখানে স্কুল শিক্ষিকার বাঁচার আকুতি
প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, ১৩ আগস্ট, ২০২১
দুই কিডনি নষ্ট সিরাজদিখানে স্কুল শিক্ষিকার বাঁচার আকুতি
সিরাজদিখান(মুন্সীগঞ্জ)প্রতিনিধি :দেখতে দেখতে কেটে গেছে তার জীবনের ৫২টি বছর। ঘুণাক্ষরেও টের পায়নি কখন যে, মরণ অসুখ বাসা বেঁধেছে তার কিডনিতে। যখন পারলো তখন তার দুটো কিডনিই নষ্ট হয়ে গেছে। অচল কিডনি নিয়ে বাঁচার আকুতি স্কুল শিক্ষিকা শোভা রানী মন্ডলের । শোভা রানী মন্ডল উপজেলার শেখরনগর ইউনিয়নের রায়বাহাদুর শ্রীনাথ ইনষ্টিটিউশনের বাংলা বিভাগের শিক্ষক এবং শেখরনগর ইউনিয়নের তীর্থঘাট তার বাড়ী । তিনি ২৫ বছর যাবৎ ওই স্কুলে শিক্ষকতা করেন । ২০১৭ সালে থেকে তিনি কিডনি সমস্যায় ভুগছেন । বর্তমানে তার দুটি কিডনিই ডেমেজ হয়ে গেছে ।
চোখ বুঝে অবসন্ন শরীর নিয়ে জীবনকে মহাকালের কাছে সোপর্দ করার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন শোভা রানী মন্ডল । তার মধ্যে এখন বেঁচে থাকার তীব্র আকুতি। স্বজনদের সামথর্য নেই এত অর্থ ব্যয় করে তাকে বাঁচিয়ে রাখার। তারপরও তার পরিবারের চেষ্টার কমতি নেই তবে তারা পারছেন না আর্থিক সামথের্যর অভাবে। নিরূপায় হয়ে শোভা রানী মন্ডলকে বাঁচাতে সমাজের সবার সহযোগিতা চেয়েছেন তার স্বজন,স্কুল শিক্ষকগন ।
রায়বাহাদুর শ্রীনাথ ইনষ্টিটিউশনের প্রধান শিক্ষক বিশ্বনাথ তালুকদার বলেন, ‘শোভা স্কুলে বাংলা বিভাগের সহকারী শিক্ষক এবং একজন মেধাবী শিক্ষক । ২০১৭ সাল থেকে শোভা কিডনি সমস্যা ভুগছনে । স্কুল পরিচালনা পরিষদের সভাপতির সাথে কথা হয়েছে খুব শীঘ্রই মিটিং কল করে শোভাকে সহযোগীতার বিষয়ে আলোচনা হবে । থ
খোঁজ নিয়ে যান যায়,প্রতি সপ্তাহে দু‘বার শোভা মন্ডলকে কিডনি ডায়ালাসিস করার জন্য ঢাকা মিরপুর-২ কিডনি ফাউন্ডেশনে যেতে হয় । চিকিৎসা বাবদ মাসে তার খরচ প্রয়োজন প্রায় ৪৮ হাজার টাকা । তার পরিবারের আর সাধ্য নেই এই বিশাল পরিমাণ টাকা চিকিৎসার জন্য সরবরাহ করার।
শোভা রানী মন্ডল বলেন, ‘আমার সহায় সম্বল বলে তেমন আর কিছু নেই। আমি ২৫ বছরে শিক্ষকতা করে যা সঞ্চয় করেছিলাম তা সব শেষ হয়ে গেছে । বর্তমানে ঢাকা মিরপুর-২ কিডনি ফাউন্ডেশনে সাপ্তাহে ২ বার ডায়ালাসিস করতে হয় । এতো টাকা দিয়ে চিকিৎসা নেওয়া আমার পক্ষে সম্ভব না । আমি সুস্থ হয়ে ফিরে আবার শিক্ষাথর্ীদের পাঠদান করাতে চাই । থ
মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী ওয়াহিদ মো.সালেহ বলেন,‘বিষয়টি আমি অবগত । সমাজের বিত্তবানেরা যদি একটু এগিয়ে আসে তাহলে শিক্ষিকা শোভা রানী খুবই উপকৃত হবে এবং এ বিষয় নিয়ে আমি আমার স্যারদের সাথে আলোচনা করব। থ
সাহায্য পাঠানোর ঠিকানা ঃ শোভা রানী মন্ডল,সোনালী ব্যাংক,শেখরনগর শাখা সঞ্চয়ী হিসাব নং ৩৭১১১০০০৫৪৯৩৪ বিকাশ নং ০১৭১৬৪৭৭৮২২ ।