সিরাজদিখানে ১৪টি ইউনিয়নের মনোনয়নপত্র বাছাই হয়েছে। চেয়ারম্যান পদে জমা হওয়া ৭৪ জনের মনোনয়নপত্রের মধ্যে ৮ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। সংরক্ষিত নারী সদস্য পদে ১২৫জনের মধ্যে ০ জন ও সাধারণ সদস্য পদে ৪৫৮ জনের মধ্যে ৪ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। সোমবার সন্ধ্যায় সিরাজদিখান উপজেলা নির্বাচন অফিসার শাহিনা ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, চেয়ারম্যান পদে ইসলামি আন্দোলনের প্রার্থী ৬জন ও স্বতন্ত্র প্রার্থী ২ জনের প্রার্থীতা বাতিল হয়েছে।
নির্বাচনের তফসিল অনুসারে মনোনয়ন বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৩০ নভেম্বর থেকে ০২ডিসেম্বর পর্যন্ত। আপিল নিস্পত্তি হবে ৩ -৫ ডিসেম্বর , প্রার্থিতা প্রত্যাহার ০৬ ডিসেম্বর , প্রতীক বরাদ্দ ০৭ ডিসেম্বর এবং ২৬ ডিসেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।