কেয়াইন ইউনিয়ন পরিষদ নিবার্চন নির্বাচিত হলে নারীদের কল্যাণে ও এলাকার উন্নয়নে কাজ করবে শাহিনুর
প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, ২২ ডিসেম্বর, ২০২১
কেয়াইন ইউনিয়ন পরিষদ নিবার্চন নির্বাচিত হলে নারীদের কল্যাণে ও এলাকার উন্নয়নে কাজ করবে শাহিনুর
সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ
ঘনিয়ে আসছে ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ (ইউপি-২০২১) নির্বাচনের দিন। এরইমধ্যে দিয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখান কেয়াইন ইউনিয়ন পরিষদ নির্বাচন কে কেন্দ্র করে প্রার্থীদের মাঝে চলছে জোর ্র প্রচারণা। তারই ধারাবাহিকতায় সিরাজদিখান উপজেলার ৪নং কেয়াইন ইউনিয়নের ৪,৫ ও ৬নং ওয়ার্ডে সংরক্ষিত আসনের মেম্বার পদে প্রাথর্ী হতে যাচ্ছেন নারী নেত্রী সমাজ সেবী মোসা. শাহিনুর বেগম। মোসা. শাহিনুর বেগম পেশায় একজন গৃহিণী ও নারীদের জন্য দিনরাত কাজ করেন। তিনি মজিতপুর গ্রামের শেখ উজ্জল স্ত্রী ও দুই সন্তানের জননী। ৪নং কেয়াইন ইউনিয়নে ৪,৫ ও ৬নং ওয়ার্ডে সংরক্ষিত আসনের মেম্বার হিসাবে মোসা. শাহিনুর বেগম কে দেখতে চায় এলাকাবাসী। তিনি তার এলাকায় বাল্য বিবাহ রোধ, নারী নির্যাতন প্রতিরোধ ও পিছিয়ে পড়া মানুষের জীবনমান সুনিশ্চিত করণে বিশেষ অবদান রাখায় এলাকাবাসীর এ চাওয়া। এমনি একজন নতুন ভোটার শেখ সাইদুল বলেন, নারী জাগরনের অগ্রদূত শাহিনুর আপা আমাদের এলাকার গর্ব। পরিবর্তনের নতুন ধারা সৃষ্টিতে নয়া আঙ্গিকে মেম্বার প্রাথর্ী শাহিনুর আপাকে সাথে নিয়ে আমরা ডিজিটাল ৪,৫ ও ৬নং ওয়ার্ড গড়তে চাই। সদা হাস্যোজ্জল শাহিনুর আপাকে মেম্বার হিসাবে দেখতে চাই। জনপ্রিয়তা ও জনসমর্থন সব ক্ষেত্রেই সম্ভব্য অপরাপর প্রার্থীরা শাহিনুর আপার কোন অংশে পিছিয়ে নেই। জনপ্রিয়তা ও জনসমর্থনে তিনি রয়েছেন শীর্ষে। মীর্জাকান্দা,মজিদপুর,শুলপুর,বড়শিকারপুর,কাচিকাটা,রড়ইহাজী গ্রামের দরিদ্র গৃহবধূ আসমা বেগম বলেন, শাহিনুর আপা ভালো মানুষ। বিপদে আপদে সব সময় তাকেই কাছে পেয়েছি। আমি তার মধ্যে আগামীর ভবিষ্যত দেখতে পাই। শাহিনুর আপাকে আমরা মেম্বার হিসাবে পেলে এলাকার অনেক উন্নয়ন হবে বলে আমার বিশ্বাস। ৪,৫ ও ৬নং ওয়ার্ডে গিয়ে এমন ভোটারদের মুখে মুখে শোনা গেল শাহিনুরের প্রসংশার কথা। এ প্রসঙ্গে মেম্বার প্রাথর্ী শাহিনুর বেগম বলেন, নির্বাচনে নির্বাচিত হলে নারীদের স্বাবলম্বী করতে কাজ করব এবং এলাকার উন্নয়নে নিজেকে সবসময় নিয়োজিত রাখবো ইনশাল্লাহ। মহিলা মেম্বার পদ প্রাথর্ী শাহিনুর বেগম এলাকার সর্বস্তরের জনসাধারণের দোয়া ও সহযোগীতা কামনা করেছেন।