সিরাজদিখানে নৌকার প্রার্থীর সমর্থন ও ভোট চাওয়ায় বেকায়দায় বিএনপি নেতা
প্রকাশিত: ৭:৫৭ পূর্বাহ্ণ, ২৪ ডিসেম্বর, ২০২১
সিরাজদিখানে নৌকার প্রার্থীর সমর্থন ও ভোট চাওয়ায় বেকায়দায় বিএনপি নেতা
সিরাজদিখান( মুন্সীগঞ্জ) প্রতিনিধি :
মুন্সিগঞ্জের সিরাজদিখানে নৌকা প্রতিকের প্রার্থীর সমর্থন ও লোকজন নিয়ে তার পক্ষে প্রচার প্রচারনাসহ ভোট চাওয়ায় ইউনিয়ন বিএনপির এক নেতার বিরুদ্ধে নোটিশ জারী করা করা হয়েছে। উপজেলার জৈনসার ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীকের চেয়ারম্যান পদ প্রার্থী মোঃ আবুল খায়ের বেপারীকে সমর্থন ও নৌকার পক্ষে ভোট চাওয়া ও প্রচারণাসহ বিএনপির দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় গত ২১ ডিসেম্বর উপজেলা বিএনপি সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন ও সাধারণ সম্পাদক মোঃ আওলাদ হোসেন মোল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নাজিম উদ্দিনের বিরুদ্ধে এ নোটিশ জারী করেন। এছাড়া নৌকার প্রার্থীর সমর্থন ও প্রচার প্রচারণা বন্ধ না করা হলে ইউনিয়ন বিএনপির ওই নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে নোটিশে উল্লেখ করা হয়।
নোটিশে বলা হয়, ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি অংশ গ্রহন করেনি। তাই দলের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থেকে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে নৌকা প্রতিকের প্রতি সমর্থন ও ভোট চাওয়া দলের সিদ্ধান্তের পরিপন্থি। ফলে বিএনপির নেতা কর্মীদের মধ্যে চরম অশন্তোষ ক্ষোভের সৃষ্টি হয়েছে। নোটিম প্রাপ্তির পর নৌকা প্রতিকের পক্ষে সকল প্রকার প্রচার প্রচারণা বন্ধ করার জন্য অনুরোধ করা হয়। অন্যথায় মোঃ নাজিম উদ্দিনের বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে।
এ ব্যপারে জৈনসার ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নাজিম উদ্দিনের পক্ষে তার পুত্র মোঃ সোহেল নৌকার প্রার্থীকে সমর্থন ও তার পক্ষে ভোট চাওয়ার সত্যতা নিশ্চিত করে মুঠোফোনে বলেন, এলাকাবাসীর স্বার্থে আমরা তার সমর্থন করছি এবং তার পক্ষে ভোট চাইছি। আর আবুল খায়ের বেপারী আমার বাবার সম্পর্কে তালই হয়। এলাকাবাসীর স্বার্থ থেকে দল বড় বিষয় নয়। এতে যদি আমার বাবাকে পদ থেকে বহিস্কারও করা হয় আমরা পরোয়া করি না।