চাঁদে ‘বাড়ি’ বানানোর কাজ কতদূর?
মানুষের মুখে প্রায়ই শোনা যায়, চাঁদ নিয়ে নানা কথা। সত্যিই, ঢাকায় রাস্তায় বসে চাঁদের চিন্তা...
প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, ১ জানুয়ারি, ২০২০
ছবি: আলোকিত সংবাদ
সিরাজদিখান (মুন্সীগঞ্জ)প্রতিনিধি : সিরাজদিখান উপজেলায় ইছাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে গতকাল নতুন বই বিতরণ করা হয়। উপজেলার ১৪টি ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ে গতকাল বুধবার সকাল ১০টায় উৎসবমুখর পরিবেশে নতুন বই বিতরণ করা হয়েছে। ইছাপুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বইয়ের সঙ্গে শিশুদের মিষ্টিমুখ এবং শিশুদের কিছু উপহারসামগ্রী দেওয়া হয়। গতকাল বই বিতরণের সময় শিশুদের মাঝে আনন্দঘন পরিবেশ দেখাগেছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেনের সভাপতিত্বে ও ইছাপুরা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান তালুকদারের সঞ্জালনায় সকাল সাড়ে দশটায় ইছাপুরা সরকারি বালিকা বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশফিকুন নাহার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আহম্মেদ সাব্বির সাজ্জাদ, থানা অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন হাওলাদার। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানাযায়, এ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের ৩৪ হাজার ২৪ জন শিক্ষার্থীর মধ্যে বই বিতরণ করা হয়েছে।
আলোকিত সংবাদ/এমআরকে
ফজর | ৪:২৬ |
জোহর | ১১:৫৬ |
আসর | ৪:৪১ |
মাগরিব | ৬:০৯ |
ইশা | ৭:২০ |
শিরোনাম