চাঁদে ‘বাড়ি’ বানানোর কাজ কতদূর?
মানুষের মুখে প্রায়ই শোনা যায়, চাঁদ নিয়ে নানা কথা। সত্যিই, ঢাকায় রাস্তায় বসে চাঁদের চিন্তা...
প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, ২২ জানুয়ারি, ২০২০
ছবি: আলোকিত সংবাদ
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: সিরাজদিখানের মালখানগর হাই স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দিনব্যাপী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ঘোষণা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মহিউদ্দিন আহমেদ। স্কুলের মাঠে সকালে পতাকা উত্তোলন, পায়রা উড়ানো, শিক্ষার্থীদের ডিসপ্লের পর মশাল দৌড়ের মধ্য দিয়ে ক্রীড়ানুষ্ঠান শুরু হয়। এরপর বিভিন্ন ইভেন্টে বালক-বালিকাদের প্রতিযোগিতা শেষে বিকেলে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মঞ্জুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি এ, কে, এম শাহীন। মালখানগর হাই স্কুলের আয়োজনে আরো অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য কাজী নজরুল ইসলাম পিন্টু, আনিসুর রহমান মৃধা, মাসুদ খান, আনোয়ার হোসেন রাজা, রাজু আহমেদ, সাবেক শিক্ষক আবুল কালাম, জামাল উদ্দিন সরদার, শিক্ষানুরাগী কুদ্দস মৃধা, জেলা হ্দিু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তি, জেলা টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের যুগ্ন সম্পাদক নজরুল বাবুল। এছাড়া সিনিয়র শিক্ষক রবিন্দ্র ভাওয়ালের সঞ্চালনায় শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি প্রধান শিক্ষক মো. ফরিদ উদ্দিন, শিক্ষক জাহাঙ্গির আলম, আমেনা বেগম, মহসিনা আক্তার সিমিসহ আরো অনেকে।
আলোকিত সংবাদ/এমআরকে
ফজর | ৪:২৬ |
জোহর | ১১:৫৬ |
আসর | ৪:৪১ |
মাগরিব | ৬:০৯ |
ইশা | ৭:২০ |
শিরোনাম